নিত্য স্বপ্ন দেখা
নতুন পাপড়ি ফুটা ফুল।
এখনো আছে বন্ধু মহল
থাকবে আর কতকাল।


অচেনা মন আজ
হাজার বছরের চেনা,
পাপড়ি ছড়ানো তাজা ফুল।
আর কতকাল থাকবে মোদের
সাজানো এই বন্ধু মহল।


থাকবে কি আর কতকাল?
পাব কি আর সেইদিন?
না ফেরার দেশে আজও হারিয়েছি
কত সাজানো স্বপ্ন সুর।


আমি জানি ফিরবেনা আর সেইদিন
দেখবেনা পিছনে ফিরে কেউ।
আমি জানি ফিরবেনা আর সেইকাল
থাকবেনা এক সাথে সকল হাসির সুর।


আমি জানি ফিরবে সবার নতুন দিন
মিলবে নতুন ঘর।
আবার ফিরবে বন্ধু মহল,
বন্ধু প্রিয় দিন।।।


আমি জানি ফিরবেনা আর স্মতির পাতা
ফিরবেনা হয়তো কেউ।
থাকবে শুধু অতীত স্মৃতি
থাকবেনা আর কেউ।


আজকে বিদায় বেলা
আজকে বিদায় দাও মোরে
বিষন্ন বিকাল ফিরবে সবার
আজকে সেইদিন।
কান্নার দু'টি চোখ
শুধু ক্ষুদার্থ অসহায়।
বিষন্ন ভাবে তাকিয়ে থাকা।
আর নয় আবেগের স্পন্দনে
এক ফুটা জল গড়িয়ে পরা।
তারপরও আজ দাও গো বিদায়
ও আমার বন্ধু মহল।


আমি বিষন্ন ভাবে ক্ষমা পার্থী
ক্ষুদ্র বড় করেছি অনেক ভুল।
শেষ বেলা করো একটু ক্ষমা
ও আমার প্রিয় বন্ধু মহল।
    
          ★★সমাপ্ত★★