এই শহরে আজ প্রেম বলে যাহা জানো
সবার আছে ভোগের নেশা,
প্রকৃত প্রেম নেই কারো মনে।
যতদিন করবি ত্যাগ অঙ্গ পতঙ্গ
ভালোবাসা হবে ততোদিন জীবন সঙ্গ।
এই যদি হয় জগতের প্রকৃত ভালোবাসা
তবে সব ভালোবাসাই মুক্তার মালা।
যদি অঙ্গের ত্যাগে হয়না ভালোবাসা
তবে কেনো করিস নিজ দেহ এতো হেলা।
ভোগের আসায় যে প্রেমের সান্নিধ্য
সেই প্রেমে আর কি পাবে,
যৌবনের হয়রানি ছাড়া।
প্রেম মানে শুধুই বিলাসিতা।
প্রেমের  জোয়ারে বলি কত মহত বাণী
ভালোবেসে এনে দিব একশো এক নীল-
পদ্ম,আর মুক্তা মনি।
এভাবে নতুন প্রহরীর খুঁজে রোজ।
একই সুরে হাসি ফুটায় বহু রমণীর মুখ।
এই প্রেম মানে কি?নাকি শুধুই ধোঁকাবাজি।
আধুনিক প্রেম মানি শুধুই যৌবনের হয়রানি।