অধিক জলে যে নদী ভয়ে হয় কাতর।
সেই নদীর থাকে না বেশি দিন গৌরব।
পাহাড়ের উঁচু দার,তার করে ভরাই
তা যদি না থাকে থাকবে না ভরাই।
সিংহের গর্জন যদি করে বর্জন।
সিংহাসনে সিংহ হারাবে শাসন।
গ্রীষ্মের প্রকৃতি অমলিন রুপে,
গাছ পাতা যদি না ঝরে ঝরা পাতায়
তাহলে নতুন পাতার হবে না সমাহার।
সমুদ্রের ঐ উত্তাল ঢলমল খেলায়
মৎস প্রানি যদি পাই তাতে ভয়
তাহলে মৎস প্রানীর হবে না সমুদ্র জয়।
যদি সূর্যের উত্তাপে চন্দ্র হতো বিলুপ্ত
তবে কে পেতো রাতের অন্ধকারের সান্নিধ্য।
জলন্ত শিলায় না জ্বলে উজ্জ্বল -
নক্ষত্রের মতো কে হয়েছিল ভবে।
সূর্যের মতো যদি জ্বলতে চাও
অগ্নি শিখায় জ্বলো তবে।
ভয় নয় নিজ কাজে হও স্বদয়,
তবে জীবন হবে একদিন সাফল্যময়।।


           ★★সমাপ্ত★★