এই অতীতের পাতা যেদিন তুমি পড়বে
আমার উপস্তিতি তুমি  খুঁজে পাবে
কিন্তু আমি আর নেই।
এই রঙ্গ মঞ্চের রঙ্গীন দুনিয়ায়,
কোন একদিন বা বহুদিন।
স্বপ্ন বা জাগরনে আমি আসবো,
ছোঁড়া হবে না!দেখা হবে।
না দেখার ভিড়ে হাজার বার।
কারন অতীতের পাতায় আমি ছিলাম
আজ হয়তো দেখার ভিড়ে আমি নেই।


এখানে খুব একা লাগে মাগো
স্বজনপ্রীতি কেউ নেই।
শেষ ঘুম আমায় কে পারালো
বাঙ্গলোনা আর দুনিয়ার ঘুম।
মাগো বলনা আমি কতদূর
মাত্র সাড়ে তিন হাত নাকি বহুদূর।


আমাকে ভুলে যাও সবাই।
একদিন সবাই বিলীন হবে অতীতের পাতায়।
যদি আমায় কেউ দেখতে চাও
এই অতীতের পাতায় ফিরে যাও।
আমায় খুঁজে পাবে কালো অক্ষরের
আজকের এই স্মতির পাতায়।


      ***সমাপ্তি ***