যেখানে সূর্যের প্রদীপ এঁকে ছিলো
কিরণ মেলায়,, ঠিক আটটায়।
সেখানে হয়েছিলো তোমার, আমার
জীবনের শেষ দেখা।
মনে পড়ে সে দিনের কথা?


মনে পড়ে?
পাশ কাটিয়ে বলেছিলে
দেখা হবে ধূসর আকাশের নিচে বা
কোন এক বসন্ত বা শুষ্ক বাতাসের বিড়ে।
কিন্তু সেই তো তুমি ফিরে গেলে।
কত বসন্ত আর হৈমন্ত ফিরে আসে
তুমি আর আসো নি ফিরে।
সেই অল্পক্ষনের দেখা
হয়ে গেছে জীবনের শেষ দেখা।
ভাবিনি তোমার চোখের দৃষ্টি
আর মুখের টোল পরা মুচকি হাসি
সে-ই দিনে হবে জীবনের শেষে দেখা।
আর মিথ্যে হবে তোমার মুখের সব ভাষা।


কত নিস্তব্ধ বৃষ্টির সকালে মুখে হাসি নিয়ে
একবার দেখা হবে বলে, দুজনে এসেছি বহুবার
রাস্তার করেছি কত খুনসুটির গল্গ।
সেদিনের অস্ত তারার হাসি।
জোছনা রাতের খুনসুটির আলাপন।
আসবেনা বুঝি আর কোন কাল।
সব অতীতের বোঝা আজ
আমার আকাশটা করেছে মেঘাচ্ছন্ন বিষণ।
কে জানতো সব কিছু হবে দূর অতীত
আর সেদিনে হবে জীবনের শেষ দেখা।
আজ আমি সত্যি বিষণ একা।।।।