১.
ভালো রাখার তাগাদা নেই,তবু আছো বেশ তো,
এখন আর ঝগড়া নেই,অনেক কিছুই শেষ তো।
তুমি এখন খুশি না? সব কিছুই তো ভাল্লাগে,
কষ্ট এখন পুষি না,কষ্ট এখন ঝাল লাগে।
যদি তোমার কান্না পায়,আমায় তুমি মাফ করো,
অতীত যদি ছাড় না পায়,আমায় ভেবে পাপ করো।
২.
ধুলি মাখা জানলার কাচ,
অধোয়া ঠোঁটে পেয়ালার আঁচ,
বুঝিয়ে দিচ্ছে আমরা কত খেয়ালীমনা;
আয়নায় দুজন দাড়াই রোজ,
আঙ্গুলে আঙ্গুল ছুয়ে হই নিখোঁজ,
এভাবেই বেঁচে থাকুক আমাদের হেয়ালীপনা।
গা এলিয়ে বসে হেমন্তের শেষে
চোখে লেগে থাকে রোদের লোভ,
বর্ষায় বর্ষার সাথে তুমুল বিক্ষোভ
জানিয়ে দেয় আমরা কত খেয়ালীমনা,
মানুষ বদলানোর যুগে
বেঁচে থাকুক আমাদের হেয়ালীপনা।