সব পাখি এখনো ঘরে ফিরেনি।
সব পাখি ঘরে ফেরে না।
ডানায় ভর করে কত পাখি যে নিরুদ্দেশ হয়েছে,
তার হিসেব নেই,
কেউ হিসেব রাখেনি।
কেউ হিসেব রাখেনা।
তবুও পাখি কমেনি ,
কি গ্রাম, কি শহর
সর্বত্র তাদের বহর।
ঠোঁটে ঠোঁটে পাখিরা সন্ধ্যা নামায়,
উড়ন্ত ঘুড়ন্ত পৃথিবী নিশ্চল থামায়।
কুমারী সন্ধ্যা বুকে নিয়ে,
নিঃসঙ্গ পাখি ঘড়ে আসে
তখন সন্ধ্যার মেঘ গুলো গরম আগুন হয়ে আকাশে ভাসে।
সে আগুন গুলো হৃদয়ে লাগে মিষ্টি মিষ্টি
সদ্য যৌবনবতী কোন পাখিরই বৃষ্টি
ঝড়ে না নিঃসঙ্গ ক্লান্ত পাখির জন্য,
তবুও সে হন্য হন্য
হয়ে খোঁজে।
কেউ আসে নি কোনদিন
কেউ আসে না কোনদিন,
তবুও পাখি যানজট মনে জায়গা রেখেছে
কারন একদিন সে স্বপ্ন দেখেছে
ঠোঁটে ঠোঁটে তারও সন্ধ্যা নামবে,
চুলের মতো কালো রাতে তারও নাক ঘামবে।