লিখতে পারি হরেক ছড়া
   লিখতে পারি গান ,
গাইতে পারি দেশের নামে
   মন জুড়িয়ে প্রাণ ।


হাসতে পারি তোমার বুকে
   করতে পারি কাজ ,
সুনাম বয়ে আনতে পারি
   নেইতো মনে লাজ ।


লাগাতে পারি বৃক্ষরাজি
   খাইতে পারি ফল ,
ফুল ফসলে মনজুড়ালে
   বাড়বে দেহে বল ।


দেশের জন্য আনতে পারি
   বিদেশ থেকে ধন ,
স্বচ্ছন্দ্যে চলতে হবে
  এটায় শুধু পণ ।


আমার দেশের মত আজো
আর দেখিনি কোন দেশ
  আমার ভুমিই সেরা
ঘাসের ডগায় শিশির সম
  মায়া মমতায় ভরা ।