সোহাইল পারভেজ


ঐ যে নদী কর্নফুলি নদী
কম বয়সী চর ,
তাহার জমিনে সবুজ ভূবনে
ধেনু চরে দিনভর ।


হাসিয়া হাসিয়া পড়ে ঢলিয়া
হেলে দুলে কাশফুল শত ,
আকাশ দেশে বেড়ায় ভেসে
মেঘেরা তুলোর মতো ।


কভু আবার নামে ঝরঝর
অপরুপ বাঙলার গাঁয়ে ,
আমি নিশ্চুপ দেখি সব রুপ
রাঙাই আমার হিয়ে ।