আজি সব ভাবনা গুলো নীল নীল মনে হয়
আকাশে সারাক্ষণ কতো উড়ে উড়ে রয়,
এতোই ছলনা মনের আকাশের ঐ মাঝে
স্বপ্নের পেগাম মেলে হাওয়াই ভাসতে মনে হয়।।


চুপি চুপি বেঁধেছি আমি ভাবনার নীল তিরে,
ভাসমান ভাবনার নীল নিড়ের শুন্য তরি,
আমি চেয়ে থাকি কখন আসিবে আমার নিড়ে
ভাসাবে সেই নীলাঙ্গনে আছে ইচ্ছা যতো মনেরি।।


মাঝে মাঝে কেঁদে উঠি আবার যেনো হাসি ঐ নীল জলে
যতো শান্ত অশান্ত হৃদয়া বলে উঠে উড়াবো নীল ঘুড়ি,
আমি চেয়েছি নিজেকে শান্ত রাখিতে,ঐ নীলাস্বরে
পারিনি ধরে রাখতে,ভেসে যায় যেনো নীল হাড়ি।


নীল জলে আজ ভাসাতে ইচ্ছে করে স্বপ্নিল নৌবহর
যেনো টেনে নিয়ে যায় মন সখিরে নীল সদুরের ঘর,
ভাবনা গুলো ডানা মেলেছে বোধহয় নীল গগন জুড়ে
সত্যি আজ উড়তে মনো চাই ঐ শুন্যময় নীলাকাশ ভর।।