একটা নতুন দিনের দেখা সূর্যের স্নিগ্ধ ভোরের আলো
আমার ঘুম ভাঙিয়ে দেয় , দেয় নতুন ভাবে বাঁচার আশ্বাস।
জীবন আবার জেগে ওঠে , খুঁজে পাই বেঁচে থাকার মানে।
স চকিতে মনে হয়
জীবন টাই বড়োই ছোট সবকিছু করার জন্য।
শুধু কি নিজের জন্য? মোটেই না , মোটেই না ।
এ গোটা বিশ্বের মাঝে আমাকে বেঁচে থাকতে হবে
নিজেকে চেনাতে হবে নিজের কাছে।  
যেন জীবন কবিতা শেষে এসে
খুঁজে পাই আত্ম জীবনের আত্ম সন্তুষ্টি।
তাই আর ঘুমিয়ে থেকোনা
চোখ খুলে দেখো পেয়ে গেছো
এক বিশাল হীরক খনি এই বিশ্ব দরবারে।
যার প্রতিটা হীরক তোমারই জন্যে সাজানো
শুধু খুঁজে পেতে হবে হীরক খনির সঠিক রাস্তা। ।