তুমি ছিলে , তাই আজও আছো হৃদয়ের একটি কোনে ,
ফেরাতে পারিনি আমি , আবার হারিয়ে গেলে।
নিঃশব্দে বাতাস হয়ে বয়ে চলা তুমি ,
আজ আমার সামনে এলে ঘূর্ণি ঝড় হয়ে।
ভেস্তে যাওয়া হিসেবে গুলো,
একটু করে গুছিয়ে নিয়েছিলাম  হাসি মুখে।
ভিড়ের মাঝে খুঁজে চলা আমি -
আঁকড়ে নিয়েছিলাম অন্য এক অবলম্বন।
এ ভাবেও কি ফিরে আসা যায় ?
বিভেদের দেওয়াল তো সৃষ্টি হয়েছে অচিরেই।
মুগ্ধ আমি আজও  তাকিয়ে দেয়ালের ওপারে ,
বসে আছি বোকার মতন তোমার অপেক্ষায়।
প্রয়োজনে কি ! অস্থিরতায় ! জানি না
অতীত  নাড়া দেয়  আমার ভবিষ্যতে।
অনিশ্চয়তা আর প্রতীক্ষার বারো বছর
ভুলিয়ে দিয়েছে ভালো মন্দের হিসেবে নিকেষ।
অতীত কে আবার আঁকড়ে ধরে
বঞ্চনা হবে না তো আসন্ন ভবিষ্যতের ?
নিজের চাওয়া মেটাতে, আশা ভঙ্গ হবে
           নতুন অবলম্বন এর। ।