হঠাৎ দেখলাম গগন পানে ,
বেরিয়ে পড়লাম একটি তারার খোঁজে।
মনে করিয়ে দিলো অতীতের আগমনী।
সেই জানালার কোন থেকে , বিস্ফারিত চক্ষু যুগল
খুঁজে চলেছে নানা দাগের আঁকিবুকি ,
মনে মনেই দিতাম কল্পনার তুলির আঁচড়।


আরে ওই যে , আসছে ঘোড়াই চড়ে রাজার সৈন্যদল --
অন্তিম সূর্যের আঁচ আর মাঠের ধুলোর বাষ্প
রাঙিয়ে তুলেছে গোটা জগৎ টাকে।


কিংবা , ওই দেখো  এক ঝাঁক পাখির দল ,
উড়ে চলেছে ডানা মেলে ,যেন হারিয়ে যেতে চায়
নিরুদ্দেশে কোনো এক অজানা ঠিকানায়।
সোনালী পালক গুলো ছুঁয়ে চলে যায়
আমার চুলের ডগা , লেজের  ওড়নার ঝাপটায়
এক মুহূর্তে আকাশটা হয়ে উঠে রুপোলী।


ওই যে একটা মেয়ে নেচে চলেছে অবিরাম ,
যেন কোনো ক্লান্তি নেই,
নিশ্চুপ ছন্দের তালে তালে যেন দুলে উঠেছে কটিদেশ।
নুপুরের  আলগা জল আমার ঠোঁট ছুঁয়ে চলে যায় ,
দেয় তৃষ্ণা টা বাড়িয়ে দ্বিগুন। ।