এটাই শেষের শুরু এটাই সর্বশক্তি
আজ থেকে সূত্রপাত হলো নতুন গল্প লেখার।
আলাদা একটা পৃথিবী গড়ার দায়িত্ব আজ আমারই হাতে ,
আমি কি পারবো এই শক্তি প্রয়োগ করতে ,
পারতেই হবে , দিতেই হবে এর শেষ পরিণতি।


না চিন্তা করোনা ---
আজ থেকে শুধু সদিচ্ছা ও সর্বশক্তি প্রয়োগ করে
বাকিটা ছেড়ে দাও আমার হাতে।
কোনো বিরুদ্ধ শক্তি পারবেনা আমাকে টেক্কা দিতে ,
পারবেনা এই প্রাচীরে চির ধরাতে।
তার চিন্তা শক্তির শেষ সীমানা থেকেই আমার পথ চলার শুরু ,
তাদের ক্ষমতা হয় যেখানে বিলীন সেখানেই আমার সূত্রপাত।


হ্যা , হ্যা ,
আমি এ জগতের রাজা বা অলিখিত ভগবান।
তোমাদের সব ইচ্ছার দায়িত্ব আজ আমার।
শুধু মাথা নোয়াও আজ আমার সামনে ,
আর পরে ফেলো পরাধীনতার স্বর্ণ শিকল --
আজ আমি সর্বশক্তিমান আমি অসীম।


আবার এসেছে যুদ্ধ --
ভেবেছিলাম লড়াই হবে সেয়ানে সেয়ানে
কিন্তু আক্ষেপ সেই একই ভুল ,
আমি জানি তাদের প্রত্যেক পদক্ষেপ।
সত্যি আজ আমি অট্টহাসি তে হেসে ভাসতে চাই ,
শুধু একটু সময়ের অপেক্ষা।


কিন্তু এ কি ! না!
এ ভাবে শেষ হতে  পারে না এ গল্পের ,
চাইনা এ দর্প মাথা ঝোকাতে।
আরে আহাম্মক বুঝলেনা সবার উপরে তো তিনি আছেন ,
বাকিরা সবাই নিছক দর্শক।
তার সময়ের তলোয়ারের ধারে , যেকোনো ঢালে আনতে পারে আঘাত
মিথ্যে অহংকারের প্রাসাদ করতে পারে তছনছ ,
আমার আমি হারিয়ে যাবো স্মৃতির দলিলে। ।