থাকনা কোনো কাব্যে বা কোনো রচনাতে ,
বাস্তবে কি প্রয়োজন সেই চরিত্রটাকে?
হয়তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেনি সেই চরিত্র
নিরন্তর খুঁজে ও তাই আমি আজ ব্যার্থ।
মনের অন্তরালে সৃষ্ট এই ভাবনাটা
আজ বদলে দিয়েছে আমার ভালোলাগা।
যে নীলচে ভোর আমাকে কোনোদিন ছুঁতে পারেনি ,
আজ সেই ক্ষণটাই আমাকে আকর্ষণ করে।
স্নিগ্ধ হাওয়া আজ দোলা দেয় মনের কোনে
যান্ত্রিক আলোচনা কাটিয়ে -
জিজ্ঞাসা গুলো উঁকি মারে বার বার।
সত্যিই কি প্রয়োজন সেই চরিত্র টাকে ?
এভাবেই তো দিনের ফাঁকে ফাঁকে ,
উদ্বেলিত  করে যাই মনটা।
অনুভবে রয়ে গেছে সে, বাস্তবতার অচিরে।
কাঁদতে জানে , হাসাতে জানে
আমাদের যান্ত্রিক চরিত্র গুলোর চেয়ে অনেক জীবন্ত।
স্বপ্ন বুনতে শেখায় , দেয় ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা।
গভীর ক্ষত গুলো ভোর দিতে শেখায় ,
বুঝিয়ে দেয় সময়ের মূল্য।
দূরে থেকেও ভাবনাতে তুমি
অনুভবের তুমি কল্পনার দেওয়ালে।.