নির্জন রাত কত সহস্র রক্ত যাচ্ছে বয়ে
ঘুমিয়ে আছে সভ্য সমাজ সমস্ত ব্যথা সয়ে।
পথ চলতে চলতে ক্লান্ত আমি
আর খোঁজ না আমাকে , জানি
আর নেই দাম সভ্য সমাজে।
কিন্তু নিশা র নিশিতে হয় হিংস্র এ
জগৎ , বর্বরোচিত লালসা নিয়ে চিরে খায় আমাকে।
আমি হয়ে উঠি অনেক মূল্যবান ---
হ্যা  , এখন সব সয়ে গেছে , মনের ব্যথা মরে গেছে
করবো এবার মনোরঞ্জন তোমার মতন করে।
শুনতে বড়ো লজ্জা লাগে ? ---
রেখো নাকো লাজ ,
হয়ে থেকো  আজ থেকে নেশাতে যে  মত্ত।
ধ্বংস হোক এ মনুষ্য চিত্ত , ধ্বংস হোক এ সাজ
রেখে কি লাভ এ ছলনার আয়না কে।