দিগন্ত জোড়া সমুদ্র পেরিয়ে এসেছি তোমার কাছে
অস্ত হীন সূর্যের আলোকচ্ছটা চড়িয়েছি তোমার কাছে।
বিবর্ণ রঙে রঙিন হয়ে ফিকে হয়নি বর্ণের ছটা ,
হয়তো বিব্রত করেছে পথে প্রান্তে নানা ঘটনার ঘনঘটা।
আজকে সলিল সমাধি শেষে বুনবো আবার বীজ ,
স্বপ্ন হলেও সত্যি হয়ে আসবে নতুন ধানের শীষ।
নতুন করে স্বপ্ন দেখা নতুন করে বাঁচতে শেখা
নতুন ভাবে নতুন কিছু করবো বলে ফিরে দেখা।
আজকে দিনের শেষে হবে আবার অন্ধকার ,
তারই মাঝে আসবে আবার স্বপ্নের সূত্রধার।
বলবে আমায় তোমার সাথে মিলনের রহস্য
রহস্য ভেদে হাসবো বলে ভাববো রইলো না কোনো কষ্ট। ।