আজ তিনটি বছর গত
এভাবে একদিন ত্রিশ
তারপর হয়তো তিন শত।
কেটে গেলো কত দিন
নির্ঘুম গেলো কত রাত।
কত দিন আজ দেখা হলো না ছুঁয়ে
তোমার ওই পুষ্প কোমল হাত।
আর তো ছোঁয়া হবে না জানি ,
হবে না শোনা আর কোনো
তোমার স্পর্শ কাতর বাণী।
আজ তুমি আমার থেকে
শত কোটি আলোকবর্ষ দূরে
প্রতিদিনই তা বেড়েই যাচ্ছে
যাচ্ছি মোরা কত দূরে সরে সরে।
তাও আজ আমার আকাশে
তোমার ছায়া দেখতে পাই,
তোমার আকাশটা কি
আগের মতোই আছে ?
যেখানে আজ আমি নাই।
এখনো কি আগের মতো
তেমনই বায়না ধরো ?
কে সাম্‌লাই আজ তোমায়?
যখন পাগলামিটা একটু বেশি করো।


লেকের পাড়ে আজও হাঁটি
দেখি সেথায় সহস্র যুগলের ঝাঁক
হেটে চলি একা আমি
যেন এক জোড়া হীন বুনো কাক


                               সংক্ষিপ্ত