চড়ই ঘরে দুখের বাতি
বিষণ্নতার এক পোড়া চাঁদ,
ভোগের নদী খড়কুটো সে
বাঁধলোনা আর সুখের বাঁধ ।


মাড়িয়ে সে দুখের খাঁচা
আঁকলো যেনো সাপের ফণা,
ভাঙাচোরা জীবনটা আজ
পায়ের নিচের ধূলি-কণা  ॥