তোমার ভালোবাসার আস্তানার স্বাভাবিক সন্ধান হারিয়েছি
তাই বলে এখন,আমার প্রতিটি রাত__
যেন ভয়ার্ত চোখ ওয়ালা Rab এর কালো স্যুট ।
যেখানে,ফিন ফিনে ব্যথা হয়ে যায় রক্তাক্ত নাড়ীর সঙ্গী
সুখগুলো হয়ে উঠে পোড়া মাংসের-উৎকঠ কন্ঠে ভরপুর ।
থ্যাঁতলানো ঠোঁট যেমন কাঁপে রোজ সেইভাবে কাঁপি আমি ।
তোমার ছায়ার সক্রোধ ক্ষ্রিপ্ততায়,
হয়ে উঠি আমি বাঘের বয়ে বড় গোপনে গোপনে বাঁচা হরিণ
কিংবা,পাষন্ড পুরুষের থাবায় জরায়ু ছেঁড়া নারীর মতো ভয়ার্ত ।
এখনো আমি রোজ স্মৃতিতে স্মৃতি ঘষে__
তোমার চিবুকের তিল খুঁজতে খুঁজতে হয়ে উঠি বিষণ ছন্ন-ছাড়া ।
আহা!তবুও আসোনা তুমি,
যদিও ছুটে আসে একটা কুকুর কিংবা কাঁটা খেঁকো বিড়ালের ছানা ।