কত প্রেম-ভালবাসা এ ধরনিতে
একটু বেশি আছে বাংলাতে
যা কিনা দিতে, বাংলার নারীকে সম্মান
এটা বিধাতার অতি বড়দান।

এই বাংলার নদী-মা-মাটি
দেখে হয়ে গেছি প্রেমি
যেমনি হয়ে ছিল হাজার কোটি বাঙালি
তার বৃহদাংশে নারী।  

কিন্তু আজ, কিছু লোক করছে হরণ
সেই নারীর সম্মান
হচ্ছে লাঞ্চিত বাংলার মা-বোন
নষ্ট হচ্ছে হাজার হাজার জীবন।

এ পৃথিবীতে আছে এক অসাধু শ্রেণি
যারা একের পর এক করে চলছে শ্লিলতা হানি
এর মাজে হয়ত লিপ্ত আছে নিরাপত্তা কর্মী
তারা আইনকে করছে কলঙ্কিনী।

আমরা একবিংশ শতাব্দীর
গড়ব আমরা এ বিশ্ব সুখী-সম্রিদ্ধীর
আমরাই এর প্রতিরোধ করি
এসো এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলি।

কোথায় আছ
ছেলে-বুড়ো-নারী-বেকার-জোয়ান
হও আগুয়ান
রুখব মোদের এ বিশ্বে অসাধু চরণ।