আমার এ ছন্নছাড়া জীবনে
লেগেছে বসন্ত
দক্ষিণা সমীরে লাগে মোর আনন্দ ।


হয়ত এক রোমাঞ্চকর বাতাস
বসন্তকে হার মানায়
আমার মন ভরে যায় কানায় কানায়।


হয়ত অনেকদিন পর আমার কবিতার পরিবর্তন হয়েছে
হয়েছে জীবনযাপন
অগ্নিধারার মাঝেও আমি দেখি প্রেমেরই সোপণ।


ভালবাসার আলতো ছোঁয়ায়
আমার তরী লক্ষহীন তটের দিকে ছুটে,
তাইতো আমার মনে  আজ বসন্তের ফুল ফোঁটে।


আমার সাধের তরীর হাল এক অপরিচিতা ধরে
কিছু বলতে গেলেই বা না গেলেও তিরস্কার করে,
আমার এ মনে আজ বসন্তের ধারা ঝরে।


এভাবে কি আমার তরীর হাল চিরজীবন ধরে রাখবে
ওগো অপরিচিত রমনী,
তোমার ওই চিবুকে ফুটাবো ফুল গোলাপ শিউলী কামিনী।