প্রিয়তমা অদ্রি,
আজ তোমাকে ভীষণ মনে পড়ছে,
তোমার ঐই মায়াবী অশ্রুশিক্ত চোখ;
কিংবা তোমার হালকা মেকআপে লাবন্যময় চিবুক;
কিংবা তোমার রঙিন হিজাবে মোড়া চুল
কেন মনে পড়ছে বলতে পারব না।
এখানে যখন ভালোবাসা অনুভূত হয়,
তখন আমরা কোনো এক সমরে গোলাগুলিতে মেতে উঠি,
হাজার হাজার লাশ এক হয়ে শামিল হয়,
হয়ত কখনো ওদের দলে আমি জীবন্ত লাশ,
আমি ভালবাসাহীন তুচ্ছ বিড়ালের লাশ,
যার পাশ দিয়ে হেটে চলে স্বপ্নদেখতে থাকা নব্য প্রেমিক-প্রেমিকা।
এখানে আমার সঙ্গীরা তোমাকে রেখে,
লড়ছে ভিনদেশে, একটু শান্তির জন্য।
তোমার-আমার গড়া পৃথিবীতে যেন কোন যুদ্ধ না থাকে।
অদ্রি, ভাবতে বড় ভাল লাগে সেই
আমাদের পার করা একগুচ্ছ সোনালি দিন;
যখন সূর্য প্রদক্ষিণ করত পুব থেকে গোধুলীতে কিংবা;
পূর্বাহ্ণের জনশূন্য পার্কে আমাদের বোনা বীজ,
বীজ গুলি অঙ্কুরিত হবে,
ঠিক তখনি ওরা যুদ্ধ শুরু করল,
আমি রণ সাঁজে চলে এলাম অনেক অনেক দূরে, শুধু তোমার আমার একটা ধরনীতে
শান্তিদূত কে ফিরিয়ে আনতে।
আমাদের পয়রা যখন তোমার কাছে আসছে এ চিঠি নিয়ে
হয়ত তখন আমি কোন যুদ্ধ বিধ্বস্ত প্রেমিক কে খুজে দিচ্ছি তার প্রেমিকাকে।
তারা হাসছে হারানো শোকে,
আমি ভাবছি, স্বপ্ন কি আমার বেঁচে আছে,
ফ্রেমেবন্দী প্রিয়সীকে পাব বলে প্রহর গুনছি,
দূরে কোথাও ফজরের আযান হয়ত দেশে,
আবার একটি দিন, একটি স্বপ্ন।
আমার এখানে ঘনিয়ে আসছে সন্ধা।