শিশিরে ভিজে যাক ঘাসের ডগা,
জলে না ভিজুক চোখের পাতা।
তরলে যদি হয় বাঁধন আলগা,
কিছুই রবে না, ছাড়া শূন্য খাতা।
তাই, মন আমার তোমার চাই না কাঁদুক;
হালকা কথাগুলো ঝড়ে পড়ুক।
যেমন বাক্যে দুঃখ জমা হয়,
তেমন কথামালা অার নয়, আর নয়।
আমি তো চাইছি, তুমি কি চাও?
চাইলে মিলে যাবে, সব কথারাও।