আর কটা দিন, চুকিয়ে সব ঋণ;
পাখি উড়ে যাবে শৃঙ্খলহীন।
অতটুকু সময়, এর মাঝে যত,
করে বৃষ্টিবিলাস তোমার মত।
আমি একা থাকি, বুকে তাকে রাখি;
আমি বুঝি, সেতো দেয় ফাঁকি।
সুখে থাকো তবে, তুমি তোমাকে নিয়ে;
তোমাকে প্রতিষ্ঠান করে যাব, আমি আমাকে দিয়ে।
এই কটা দিন কেউ নেই, কোথাও নেই,
না তুমি না স্বজন, যে আমাকে ফেরাবেই।
তাই ভুলে গেছি সব, পেছনের কলরব;
চোখ শুধু সীমানায়, ভুলি জীবনের বৈভব।
আর কটা দিন, চুকিয়ে সব ঋণ;
পাখি উড়ে যাবে শৃঙ্খলহীন।