আসো প্রবল জলোচ্ছ্বাস হয়ে,
প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়ে আসো,
আগুনের লেলিহান শিখা হয়ে আসো,
শৃঙ্গ থেকে বরফ গলে গলে নিচের দিকে আসো;
লাভা হয়ে আসো,
মুষলধারে বৃষ্টি হয়ে আসো,
চামড়া জ্বলে যাওয়া রোদ হয়ে আসো,
তুষারপাতের মতো হয়ে আসো;
হাসি আসো হাসি,
কান্না আসো কান্না,
আসো সুখ আসো,
আসো দু:খ আসো;
যেরুপেই আসো, এভাবেই আসো।
অল্প করে এসো না অল্প ভালোবেসো না,
বুকে বড় চাপ লাগে, মনে হা-হুতাশ লাগে,
যেভাবেই আসো সময় নিয়ে আসো,
হয় চির মৌনতা নিয়ে আসো,
নয়তো চোখের কোণে চিকচিক করা আনন্দ নিয়ে আসো।