ছেড়ে যাই যদি চেনা পরিচিত এই খেলাঘর থেকে,
এসো একদিন এই পথে মুখে শোকের চিহ্ন একেঁ।
অামি ঠিক ঠিক দাঁড়িয়ে থাকবো তোমার পথটি চেয়ে,
ঠিকানা কোথায়? শহীদ মিনার, তার থেকে ঠিক বায়ে।
এখানে রাখবো আমাকে আমি আজীবন ভালোবেসে,
রেখে যাব কিছু ভালোবাসা ওই মহৎ পেশার পাশে।
আরো একটা কারণ আছে এমন থাকার মাঝে,
ভুল করে যদি এসে পড়ো তুমি কোনো একদিন সাঁঝে।
তাইতো এখানে রেখে যাব আমায়, তুমি দেখবে বলে;
সেই সময়কে দেখছি এখন, অাহ্! চোখ ভরে কেন জলে।
হয়তো আসবে অথবা নয়, এ পথে তোমার মন,
আমি চাই তুমি এসো এখানে, ছুয়ে দিয়ে যেও ক্ষণ।