কেমন করে পারো বন্ধু
সরলরেখা করতে পার,
এমন পথে পিন ছড়ানো
বন্ধ অনেক দখিন দ্বার।


তোমার কি মন চায় না পেতে
বিকালবেলার নরম রোদ,
কেমন করে থাকো তুমি
চলতি পথে একাই বুঁদ।