আমি একটা বিষুবরেখা
আদিকালের টানা পাখা
স্বপ্নগ্রামে বাস,
আমার চলার জমিন আকাশ উচুঁ
নিজের ভারেই কাচুমাচু
আটকে আসে শ্বাস।
তোমায় আমি বলবো কি আর
এই শহরে কে বা কার
শূন্যতে বিশ্বাস,
আলোর ঘরে ধুলোর প্রভাব
একই অঙ্গে অনেক স্বভাব
মিথ্যেই আশ্বাস।