কারণ ছাড়াই কে যেন হারায়,
বিস্মৃতির গাছ ধরে কে যেন নাড়ায়;
কে যেন মন নিয়ে খেলা করে যায়,
কেউ ভুলে যায় কারও ভোলা দায়।
চোখ এপারে মন ওপারে,
বসন্ত ডেকে আনে পুরো শীতজুড়ে;
খুব গোপনে কানামাছি খেলে,
কে যেন রয়ে গেল অন্তঃপুরে।