তুমি এমন কেন জলের গাড়ি
জল-জোছনার বাড়ি,
তুমি আধারবেলা সীমান্ত ছোঁও
দিনের বেলায় আড়ি।


তুমি শেষ কবিতার ছন্দ না হও
অন্ত্যমিল তো হও,
তুমি গান বাধানোর নিপুন খেলায়
অন্তত অন্তরা’তে রও।