আমি তো পাখিই হতে চেয়েছিলাম
আমার হওয়ার কথা ছিল শঙ্খচিল,
আমি তোমাদের নগরে তো অযাচিত অধিবাসী,
ডানা না মেলে হয়েছি মানুষ; আমার নাম মাচিল।


উড়ু উড়ু মন আমার অথচ তোমাদের ব্যবসায়ে আমি একজন,
লাভ-ক্ষতির হিসাব গুনি; কত এলো কত গেল
দিনশেষে পকেট ফাঁকা হয়ে ঘরে ফিরি,
পাখির মত মন না হলে এমনটা কি হয়?


জীবনের পাঠে আমি  মনোযোগী একজন,
সবই বুঝি সবই জানি শুধু অঙ্কে কাঁচা এই যা,
দুইয়ে দুইয়ে কিভাবে পাঁচ হয় সেটাই তো বুঝি না!
পাখির মত মন না হলে এমনটা কি হয়?


তোমাদের নগরে কত অন্ধকার গলি
বেশিরভাগ সেই পথের পথিক, আমিও তাই;
কিন্তু আমার মনে ভয়, শঙ্কা আর প্রশ্ন,
পাখির মত মন না হলে এমনটা কি হয়?


কঠিন কিছু নিতে আমার ভয়, কেন এমন হয়?
তুমি বল বোকা, আমার নিরুপায় হাসি;
এগিয়ে যাও তুমি, নিষ্পলক চেয়ে থাকি আমি;
পাখির মত মন না হলে এমনটা কি হয়?


আমি তো পাখিই হতে চেয়েছিলাম
আমার হওয়ার কথা ছিল শঙ্খচিল,
আমি তোমাদের নগরে তো অযাচিত অধিবাসী,
ডানা না মেলে হয়েছি মানুষ; আমার নাম মাচিল।