তুমি কেবল সুগণ্ধি,
তার বেশি অন্য কিছু না;
সুবাস ছড়াও মুগ্ধ কর
দৃষ্টি সীমানা।
মোহিত কর মাতাল কর
লেপ্টে থাকো গায়ে,
সময় বুঝে এলিয়ে পরো
চুলের থেকে পায়ে।
বুকের মাঝে আলতো চাপে
ছড়িয়ে দিয়ে ঘ্রাণ,
কিছুক্ষণের মোহের জালে
ফাঁসিয়ে যাও প্রাণ।
হাতড়ে বেড়াই হৃদয় খুড়ে
কোথায় গেলে তুমি?
অাহা, অন্য গায়ে ঠাই নিয়েছ!
আমি বিরান ভুমি।
তুমি কেবল গন্ধ ছড়াও,
বিভোর কর মানুষ;
ভেতর-বাহির রঙিন ছাপে
বানানো এক ফানুষ।
তুমি কেবল বাসনা জাগাও
এটাইতো অভ্যাস!
অবয়বে ফুটিয়ে তোলো
সুবোধ-সরল বেশ।
যেটাই কর যেমন থাকো
তুমিই সুগণ্ধি,
একের অধিক ভোমরা তোমার;
লোভের সাথে সন্ধি।
মানুষ যেমন ভালবাসে
জীবন থেকে জীবন,
তোমার কেবল লোক ভুলানো
জনম থেকে মরণ।