শুভরাত্রি
শুভ চেয়েছিল রাত্রিকে,
সময় দু’জনকে বেধেছে তাই একই মাত্রীকে।
আনন্দ
নন্দকে যেন বলে দেয়,
আ মানে আশালতা পথে দাড়িয়ে, তাকে সঙ্গে নেয়।
দুঃখ
এটি এমন একটি ‘খ’,
যার দুঃসময়ের শেষ নেই, তার পথরেখা দিয়েছে সাক্ষ্য।
শুভেচ্ছা
সুন্দর কিছুর জন্য ইচ্ছা,
আর তাকে পাওয়ার জন্য সদিচছা।
ভালোবাসা
ভালো যে বাসা,
সবদিক ঠিক রেখে জীবন পাড়ি দেবার প্রত্যাশা।
বিরহ
বিচ্ছেদ যখন প্রিয়জনের সাথে,
ভালো লাগা সমানে সমান না হলে বলো কিভাবে মালা গাঁথে?
অভিনন্দন
সুসংবাদে শুভকামনায়,
যে ভাষা বেরিয়ে গেছে ঠোট থেকে মুখে অবলীলায়।
বিদায়
প্রহরের প্রতি বিশেষ দায়,
সে তো চলে যায় পূর্ণতায় কখনোবা রেখে শূন্যতায়।