তুই বরং পাহাড়ে গিয়ে থাক;
চোখ যখন তাড়িয়ে বেড়ায়,
নিজেকে তুই নিজের সঙ্গেই রাখ।
যেদিক থেকে যত ইশারা, না দিয়ে সাড়া
প্রধান ফটক পার হয়ে যা,
মানুষ নামের মানুষ ছেড়ে মন যদি যায় যাক।
মায়ার যাদু ধরার আগেই,
বন্ধ মনের আগল খুলে এগিয়ে গেলে
শুনতে পাবি দূর পাহাড়ের ডাক।