তোমাকে বোঝাতে পুরো আকাশটাই দরকার আমার,
ব্রাশ, তুলি আর নানা রঙ আছে, নিলাম এই ক্যানভাস;
খুব যতনে পাপড়িতে ঘেরা দুটো চোখ আঁকলাম,
আহা কি টানা টানা মায়া! চেয়েই থাকলাম।
আরও একটু উপরে দুটি রেখা টেনে দিলাম,
যেন অর্ধেক রংধনু কালো হয়ে দেখা দিল;
তারও কিছু উপরে জলরঙে তোমার কেশরাজি ছড়ালাম,
অতো বড় নয়,দুটো বিনুনি হয় এমন;
এবার হালকা আঁচড়ে তুলি কপাল থেকে নিচে গিয়ে
একেঁ দিল কান, নাক আর টোলপরা গাল।
তারপর...তারপর দুটো গোলাপের পাঁপড়ি বসিয়ে
চিবুকের উপরে ঠোট খোঁজে নিলাম।
আরো কতকিছুই আঁকার আছে, প্রেয়সী তোমাকে পুরোটা পেতে;
চোখ আটকায় আকাশে, টানা চোখে...থাক আজ এ পর্যন্তই।