আমি পারি নাই হতে নরম রোদ
পারি নাই হতে মহান বোধ;
আমি পারি নাই হতে শিশির বিন্দু
পারি নাই হতে টাকার সিন্ধু।
আমি পারি নাই হতে আশ্রয় কোনো
পারি নাই হতে আবেগ ঘন;
আমি পারি নাই হতে কবিতার ভাষা
পারি নাই হতে কারও একটুও আশা।
পেরেছি হতে ধুলো মাখা পথ
উল্টোদিকে ধাবমান রথ;
পেরেছি হতে দূর্বাদল,
চোখে লেগে থাকা টলোমল জল।