যেখানে তুমি নাই, শ্বাস নাই, বাতাস নাই, খোলা আকাশ নাই;
আছে শুধু অন্ধকার, সেই পথে হেটে যাই।
যেখানে তুমি নাই, সুখ নাই, বোধের কোনো জায়গা নাই;
আছে শুধু বাঁকাপথ, এলোপথে পথ হারাই।
যেখানে তুমি নাই, আশা নাই, নিয়মের দশ দিক নাই;
আছে শুধু অনিয়ম তাই হিসেবের খাতা নাই।
যেখানে তুমি নাই, খেলাঘর নাই তাই কোনো খেলা নাই;
আছে শুধু ধু ধু মাঠ, এখানে সবাই আছে, কেবল আমি নাই।