মূল কবিতা: ইউ আর নট এক্সিস্ট
মূল কবি ও অনুবাদক: সৈয়দ নূর-ই-আলম


তুমি নেই,
মুষলধারে বৃষ্টিতে ভেজা হলো না একদিন।
তুমি নেই,
ভরদুপুরে হাতে হাত ধরে হাটা হলো না একদিন।
তুমি নেই,
মিষ্টি বিকেলে চোখে চোখ রাখা হলো না একদিন।
তুমি নেই,
সন্ধ্যেটা তোমাকে নিয়ে নিজের হলো ন একদিন।
তুমি নেই,
রাত হয়ে এলে আলতো চুমু দেওয়া গেল না একদিন।
তুমি নেই.
মুঠোফোনে কথায় কথায় ভোর হলো না একদিন।