আচ্ছা, যদি কোন এক বিকালে
নদীর পাড়ে তোমার পাশে বসি;
তবে কি, তুমি দূরে গিয়ে বসবে!
নাকি, মৃদু বাতাসে উুঁড়ে আসা
তোমার চুলের ঘ্রাণ নিতে দিবে।


আচ্ছা, যদি কোনো এক জ্যোৎস্না রাতে
তোমার হাতটি ধরে বসে থাকি;
তখন কি তুমি আমায় একা রেখে চলে যাবে!
নাকি, তোমার মাথাটি আলতো করে
আমার কাঁধে রাখবে!


আচ্ছা, যদি কোনো এক সকালে
আমি আর তোমাকে না খুঁজি;
তুমি কি আমায় ভুলে যাবে!
নাকি, পুরোনো ঠিকানায় এসে খুঁজবে!!?


যদি আর না পাও খুঁজে;
তখন আমায় আর খুঁজো নাহ।
হয়তো তখন হারিয়ে গেছি আমি
দূর বহুদূরে...


Sohel Ahmed Ariyan
14/01/2020