হে অপরূপা অনুপমা, হে মায়াবী মানবীনি
আড়াল করে রাখ তোমার আঁখি জোড়া,
পলক পরলে ও মায়াবী চোখে
নিজেকে হারিয়ে হই যে দিশেহারা।


তোমার বেসামাল চাহনির তরে
যদি কারো পলক পরে একবার,
বেখেয়ালে হয়ে নিজেকে হারিয়ে
তোমাতে বিভোর হবে বার বার।


সেকি অপরূপ মায়াবী চাহনি তোমার
যেন প্রেমের নেশায় জড়ানো,
আকাশের নিলে মায়াবী চোখ জোড়া
প্রণয় নীলিমায় প্রেমের আবেশে মোড়ানো।


তোমার বাঁকা দৃষ্টির বাঁকে
ফুটে ওঠে হৃদয়ের কামুকতা,
শিহরিত হয়ে বুকের ভিতরটা
জাগ্রত করে শত নীরবতা।


ওই মায়াবী চোখে চোখ ফেলে
নিজেকে সামলানো ও দায়,
বিধাতা কি যে অজানা মায়ায়
সৃষ্টি করেছে তোমার চক্ষুদ্বয়!


তোমার মায়াবী চোখের চাহনিতে
আমার করুণ দৃষ্টি রেখে,
ঘুমাতে চাই অনন্ত ঘুম
শেষের মত ওই মায়াবী চাহনি দেখে।