আমাদের ইগো কেড়ে নেয় মমতা।
ভালবাসা নষ্ট হয় দিনকে দিন।
ভালবাসার উত্তর না করে পালন করি নিরবতা
ইগো নষ্ট করে আমাদের ভালবাসার ঋণ।


আমাদের আছে ঘোলা জলের নষ্ট সমাজ
দিনে দিনে আরও ঘোলা করি।
ভাল হব প্রতিশ্রুতি করি কাল কিংবা আজ।
আমারাই আমাদের প্রতিশ্রুতি আবার ভঙ্গ করি।


আমরাই আমাদের বিশ্বাস করিনা মোটে
কাজ কিংবা কথায় থাকে বহু অমিল
মাঝে মাঝে আমাদের প্রতারণা করারও সুযোগ জোটে
আমরা দুধের মাছি কিংবা সময়ের চিল।


নিদারুণ এ মানব অপমান করি আপনারে
আমরাই তবে নষ্ট সকল সৃষ্টি মাঝে।
একবার ভুল করি, ভুল করি বারে বারে
নষ্ট আমরা চলায় বলায় ও কাজে।


রচনাকাল-
১৮/০৯/২০১৬
facebook search-
sohel.rana.359