ঈশ্বর আমায় ভাত দাও
মানুষ বড় নির্দয়
ভাত চাইতেই উপহাস করে।
ভাতের লাগিয়া ভাতেরে দেই অভিশাপ তিনবেলা।
মানুষ আমায় ভাত দিবেনা ঈশ্বর
তোমার কাছে চাই তাই-
ঈশ্বর ভাত দাও আমায়।


ঈশ্বর তোমার কাছে কিছুই চাইনা আর
তোমার সৃষ্ট রূপবতী রমণীতে আমার লালসা নেই
লালসা নেই স্বর্গীয় অসীম সুখে
আমার শুধু ভাত চাই ঈশ্বর।


আমি ভাত চাই ঈশ্বর
কি হবে আমার মনুষ্য সমাজে থেকে
যারা তিনবেলা পেটপুড়ে খায়
আর না খেয়ে থাকি আমি অনবরত।
আমায় ভাত দে ঈশ্বর।


আমি বড় অভিমানী ঈশ্বর
তাই এ সমাজে দিয়েছি থুথু ছিটিয়ে
তুই ছাড়া আমার কে আছে ঈশ্বর
এবেলা আমার ভাত চাই ঈশ্বর।


এবেলা ভাত দে আমায় ঈশ্বর
নতুবা ধ্বংস কর এ মেকি সমাজব্যবস্থা
এখানে আমার কেউ নেই ঈশ্বর
আমায় দেখার কেউ নেই।
আমায় তুই ভাত দে ঈশ্বর।


কবি রফিক আজাদের-
"ভাত দে হারামজাদা" কবিতায় অনুপ্রাণিত হয়ে।
রচনাকাল-
২৩/০১/২০১৭
নিশি