সত্য মিথ্যা আপোষ নয়,
               রহিবে চিরদন্দ।
নিরবে রহ কেন?
               কর নিরবতা ভঙ্গ।
নির্বাক কেন ব্যর্থ শ্রোতা,
ছাড় ঐ পথ রহে মিথ্যা যেথা।
           মিথ্যাকে বিলীন কর,
             হও সত্যের সাক্ষ্য,
নিরবে রহিয়া হয়োনা নিরপেক্ষ।।


মিথ্যাতো নাপাক জেদ,
মিথ্যা দোজকের ছেদ,
মিথ্যার আড়ালে এড়িয়ে থাকে
                         অবিশপ্ত ভেদাভেদ।।
সত্যের হও কাণ্ডারী,
              নয় গো নিরপেক্ষ,
চল সেই পথে যেখানে রহে  সত্য।


নিরপেক্ষ যারা ডারপোক তারা
              নইলে সুপ্ত স্বার্থ,
মিথ্যা কহিতে কাঁপে না কণ্ঠ
মিত্যু মুখেতেও বলিবেনা সত্য।


অপদার্থ , যারা নিরপেক্ষ।
                    পতিত তারা হেতা,
তাদের বক্ষে হবেনা জন্ম,
             সত্যের সবুজ বৃক্ষ।।
নিরপেক্ষ এক কলঙ্ক,
সমাজের জঞ্জাল,
নিরপেক্ষ প্রলেপ মাত্র
ভিতরে সুপ্ত কঙ্কাল।।
সত্য মিথ্যা আপোষ নয়,
রহিবে দন্দ চিরকাল,
নিরপেক্ষ যে, রহিবে সেজে,
খুলেনাও তার খাল।।।


ছার মুনাফিকি চাল,
ধর সত্যর ঢাল,
মিথ্যাতো বিলীন হবে
     গেয়েচল সত্যের জয়গান।।