বে-মিশাল তুমি, উদাহরন নেই,
তুমি'ই উদাহরন তোমার।
বিনিদ্র তুমি সদা জাগ্রত,
   তুমি'ই রব সবার।।


নেই পুত্র, নেই পত্নী,নেই গোত্র তোমার।
তুমি'ই তোমার গোত্র খোদা,
                         তুমি'ই রব সবার।


মহাবিশ্বে কেউ লুকাইনা তোমাহতে,
যাকে যা চাও করে দাও তাকে;
সম্মান তো তুমি'ই দাও,
তুমি নাও কেড়ে তাকে;
বাদশা আবার তুমি'ই বানাও,
রাস্তায় ফেরাও ঝুলিহাতে।।


            মহাবিশ্ব-তোমার সম্মুখে!
       আঁখি হতে কেউ যায়নাকো ফাঁকে।
ঘন তিমিরে, বিশাল পাহাড়ে জমাট পাথরের গায়ে,
তুচ্ছ যে পিপিলিকা যায়,
দেখ তুচ্ছ রেখা তার পায়ের।।
মহাবিশ্বের নিয়ন্ত্রা তুমি,
তুমি'ই মালিক সবার ;
খুদার্থ তোমার সংসারে,
যোগাও সকলের আহার।।


অ্যামিবা খায়, যদি তুমি চাও
তিমীর খাবার তুমি'ই যোগাও,
মহাসাগরের বক্ষ হয়ে,
সহজে নৌ তুমি'ই চালাও।


তসবি তোমার সকলে জপে,
পর্বত চূড়া সমুদ্র তটে।
আল্লাহু,আল্লাহু বৃক্ষ সকল হেলে দুলে জপে।।
অহমিকা শুধু মোদের আছে
মিটাইয়া দাও তুমি তাকে,
চালাও ঐ পথে,ভালবেসেছ যাকে।
তুমি'ই রাজ্জাক দাও রিজিক,
বাঁচাও খুদা হতে,
তুমি ছাড়া নেই কেউ,
অপরুপ কায়নাতে।।