মনে আছে তোর,
চন্দ্রমোহনায় আমার সাথে দেখা করার কথা ছিলো ?


তুই যে বলেছিলি,
একলা পথিকের সঙ্গী হবি,
নিঝুম রাতের নির্জনতার সাক্ষী হবি।
মনে আছে তোর?


আমি ভুলিনি, না এখনো না।


সেদিন রাতের আকাশ মেঘলা ছিলো,
আচ্ছা, তুই কি মেঘ দেখেই পালিয়েছিলি  
নাকি চাঁদ না ওঠার ভয়ে ?


জানিস, সেদিন না আকাশের অনেক দুঃখ ছিল,
রাতের আকাশে সে তারা জ্বালাতে পারে নি,
দুঃখগুলো সে কালো মেঘে বেধেঁ উড়িয়েছিল,
দুঃখ কমাবে বলে।


জানিস, আকাশের কান্না থামাতে
কালো মেঘের দুঃখ সরিয়ে সেদিন চাঁদ এসেছিল,
হ্যাঁ, চাঁদ!


তুই জানবি কি করে ?
তুই তো সেদিন চন্দ্রমোহনায় আসিস নি,
আমায় দেয়া কথা যে তুই রাখিস নি।  


মনে আছে তোর,
চন্দ্রমোহনায় আমার সাথে দেখা করার কথা ছিলো ?