মা'গো মা,কেন তুমি শুনাও না।
তোমার মুখের বানী।
শুনতে আমার লাগে ভালো,
যতবার শুনি।
তোমার মুখে মধুমাখা,
তোমার বানীতে মিষ্টি আঁকা।
তুমি ছাড়া আমি একা,
আমার প্রাণে তুমি আঁকা।
তোমার বানী না শুনিলে,
আমি হয়ে যাই বোকা।
মা' তুমি আমায় বকো?
তোমার বকা লাগে অনেক ভালো।
তুমি বকলে সামনে দেখি আলো।
তোমার বকা শুনে,
অপকর্ম সব যাই ভূলে।
যেতে চাই আলোর পথে।
তোমার বানীতে সূয্য হাসে,
তোমার বানীতে গোলাপ ফুটে।
তেমার বানীতে সুখের ছোয়ায়,
একটু আলো জ্বলে।
যেমন করে আমায় ধরে,
একটু খাবার দিয়ে ছিলে তুলে।
তেমন করে বৃদ্ধা বয়সে,
দিব তোমার মুখে।
সূর্য্যি মামাকে সাথে নিয়ে,
দেখিয়েছো আলোর পথ।
তোমার বানীতে অন্ধকারও হাসে।
অন্ধকার কালে ঘুরবো আমি,
একটি আলো নিয়ে।
হেসে-খেলে ফিরবো,আঁধার যখন হবে।
একটু ভালো বিছানা,
দিয়েছো ছেড়ে আমায়।
অন্ধকার কালে ছেড়ে দিব,
ভালো বিছানাটা তোমায়।
তোমার চরণে দিব মাথা,
শান্তি খুজে পাবো একা।
তুমি ছাড়া আমি বোকা,
মা'মা'-মা' তুমি ছাড়া আমি একা।