ঐ মুক্তিযোদ্ধারা,দেখে যা তোরা।
বাংলার ভূমিটা, কি করেছে ওরা।
বাংলার ভূমিতে, নেই কি তোদের প্রাণ?
ছিনিয়ে নিচ্ছে কেন,তোদের ঔ জান।
সত্যি করে বলো তোমরা,ওরা ছিলো কি ভাঙ্গালি?
নতুন করে দিচ্ছে যারা মুক্তিযোদ্ধার বানী।
নতুন করে আসবে পাওল তোমাদের ঘরে
আসবে,আসবে চিরদুর্দ্দম পথে।
ওরা আসবে সাইক্লোন,ঘূর্ণিঝড় হয়ে।
নতুন করে দিবে প্রাণ বিদ্রোহি হয়ে।
তোমাদের মান সবার উপরে,
বাংলা যত দিন থাকবে।
আঘাত হানবে ঐ পাথরের উপর,
চূর্ণ -বিচূর্ণন করে দিবে নতুন বানি।
তোমাদের মান-তোমাদের সম্মান।
রাখতে হলে, দিতে হবে প্রাণ।
হবে না এতটুকু সম্মানের ক্ষয়,
রাখতে হবে মুক্তিযোদ্ধার জয়।
আবার জয়ের ধ্বনিতে মুখরিত হবে,
তোমাদের বাংলার সম্মানের গুনগান।