আজ হতে শতবর্ষ পরে,
পড়িতেছি তোমায় মনে করে।
আমার প্রিয় কবি কাজী নজরুল,
তবুও পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর।
সকল কবি আমার নয়নের মণি,
তাইতো পড়ি প্রতিদিন।
তোমার লেখায় রয়েছে যৌবনের বাণী,
তাইতো বিদ্রোহী তোমায় এতো ভালোবাসি।
তোমার লেখায় রয়েছে ঐ প্রভূর গান,
তাইতো আজ আমি হয়েছি বিদ্রোহী প্রাণ।
ছোট এই পাগল কি লিখিয়াছে জানি,
দোয়া করি বিদ্রোহী, ভালো থাকিও বিদ্রোহী।