মহান বিজয় বাংলার (প্রথম পর্ব)
≠≠≠≠≠≠≠≠≠≠সোলাইমান
আজ ১৬ ডিসেম্বর, উদযাপিৎ হচ্ছে মহান বিজয় দিবস।
লাল-সবুজের দেশে বিভাগ, জেলা ও উপজেলা থেকে,
থানা,ইউনিয়ন ও প্রতিটি গ্রাম গণ্জে মহান বিজয় উৎসবে মুখরিত পরিবেশ।
আজকের এই দিনে,মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে।
বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে দিয়েছে,
রক্তিম লাল সূর্যের স্বাধীনতার পতাকা।
রক্ত এই আত্নত্যগে আমরা, জাতী আজ পেয়েছি স্বাধীনতা।
আজ তাই তাদের প্রত্যেক জাতী স্মরণ করে গভীর শ্রদ্ধায়।
ত্রিশ লক্ষ জীবন ও শত শত মা বোনের ইজ্জত,
তরুণদের টগবগে ফুটে ওঠা লাল রক্ত এই লাল সবুজের ভূমিতে।
খুজে পাবে আজও যেখান থেকে মাটিগুল নেও হাতে।
তরুণদের বুকে তপ্ত রক্ত ঢেলে রাজপথ রণ্জিৎ,
বাংলার বুকে আজ স্বাধীনতা অছে কত দেখ?